Home Uncategorized নন্দীগ্রামে সেবা পক্ষে উদযাপনে শুভেন্দু

নন্দীগ্রামে সেবা পক্ষে উদযাপনে শুভেন্দু

নন্দীগ্রামের হরিপুরে সেবাপক্ষে বিজেপিকর্তৃক এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নন্দীগ্রামের হরিপুরে সেবাপক্ষে বিজেপিকর্তৃক এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডাঃ অর্চনা মজুমদারের সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। প্রায় দুই হাজার মানুষ এই চিকিৎসা শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে জানান তিনি। মহালয়ার পূণ্য তিথিতে চারাগাছ লাগিয়ে সকলকে শারোদৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানান তিন।

সভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, “আপনারা জানেন ১৭ ই সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী জন্মদিন ছিল। আগামী ২ তারিখ গান্ধী জয়ন্তী আছে। এই ১৫ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ পার্টি বিজেপির পক্ষ থেকে নাড্ডা জি এই সেবা পক্ষের ঘোষণা করেছেন। তাই সেই সেবা পক্ষের তরফ থেকে স্বাস্থ্য পরীক্ষা করার মধ্যে দিয়ে সেবা পক্ষ উদযাপন করছি।”

নন্দীগ্রামের পাশাপাশি রবিবার হাওড়ার ডোমজুড়ে রাষ্ট্রবাদী মাতৃসেবা সমিতির উদ্যোগে মাতৃপক্ষে মাতৃসেবায় বস্ত্র উপহার উৎসব অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জনগণের হাতে বস্ত্র তুলে দেয় এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন , এই বস্ত্র ডান হিসেবে না, উপহার হিসেবে গ্রহণ করতে।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment