কলকাতা টুডে ব্যুরো: রবিবার লক্ষ্মীপুজোর দিন দক্ষিণ কলকাতার মোমিনপুরের একটি দোকান ও একাধিক বাইক ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে আসে। এরপরই ভাঙচুর চালানো হয় ইকবালপুর থানা এলাকায়। রাতে এই নিয়ে ট্যুইট করে প্রতিবাদ জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী , দিলীপ ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি সহ একাধিক বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যত শীঘ্র সম্ভব কলকাতার মোমিনপুর, ইকবালবুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুলেছেন তিনি। এই নিয়ে সোমবার রাজ্যভবনেও হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা। মোমিনপুরে হিংসার প্রতিবাদ জানিয়ে মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা করেন বিজেপি পরিষদীয় দল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রবিববার রাতের ঘটনায় রাজ্য সরকারের তিন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ কলকাতার মোমিনপুরে অশান্তি নিয়ে রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি করেছেন। রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অভিযোগ করেন, গত রাতের ঘটনায় কলকাতার বুকে ৫ হাজার আক্রান্তরা ঘরছাড়া হয়েছেন। রাজ্যের ৩ IPS আধিকারিক আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কালবিলম্ব না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করেছেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি।