কলকাতা টুডে ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগের অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু বলেন, “আমি দাবি করছি, এই চিঠি ও হোয়াটসঅ্যাপের DD, দুটো মিলিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তার প্রাথমিক সংকেত পাওয়া যাচ্ছে। তাই সিবিআই ও ইডি, যাদেরকে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দিয়েছে, অবিলম্বে এই DD এবং মুখ্যমন্ত্রীর চিঠির তদন্ত করা হোক।তদন্তের ঊর্ধ্বে নন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে নবান্নে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।”
অন্যদিকে, স্কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, মানিকের বাড়িতে তল্লাশির সময়ে একটি চিঠি পাওয়া গিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, যুব তৃণমূলের এক সাধারণ সম্পাদক চাকরি বিক্রি বাবদ টাকা তুলেছে। কে তিনি? সেই বারে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, যুব তৃণমূলের যে সাধারণ সম্পাদক ওই টাকা তুলেছিলেন তিনি এখন ভানুয়াতিতে রয়েছেন।
শুভেন্দু নাম না করলেও, রাজনৈতিক মহলে ইঙ্গিত স্পষ্ট। অভিযোগ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতিতে রয়েছে একদা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। এ নিয়ে বাংলার রাজনীতিতেকম আলোচনা হয়নি।