কলকাতা টুডে ব্যুরো: নন্দীগ্রাম না হলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি’ থেকে ‘দিদিমা’ হয়ে যেতেন। এমনি দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইবার সেই বক্তব্যের পাল্টা দিলেন কুনাল ঘোষ। পূর্ব মেদিনীপুরের নিমতৌরিতে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে শুভেন্দুর বক্তব্যের তুলোধোনা করলেন কুনাল ঘোষ। তিনি বলেন, “BJP প্রথম বলেছিল শুভেন্দু চোর আমরা বলিনি। আমি ২০১৩ সালেই বলেছি শুভেন্দু চোর। বিজেপি 2016 সালে ওদের পার্টি অফিসে নারোদার ভিডিও দেখিয়ে বলেছে শুভেন্দু চোর। শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত। CBI FIR করেছে। FIR-এ শুভেন্দুর নাম। যখন বুঝল আর বাঁচার জায়গা নেই গ্রেফতারি এড়াতে সোজাসুজি বিজেপির পায়ে লুটিয়ে পড়ল। আজকে তার বড় বড় কথা। তৃণমূল ঠিক হলে তার সমস্ত ফায়দা তুমি পেয়েছো আর তৃণমূলের দিকে তুমি আঙুল তুললে শুভেন্দু অধিকারী মনে রেখো থুতুটা উপর দিকে ছুড়লে তোমার মুখেই পড়ছে। কারণ তৃণমূলের সমস্ত রকম ক্ষমতা তুমি ভোগ করেছো। যারা তৃণমূল পরিবারের সদস্য তাদের আক্ষেপ আছে। কি আক্ষেপ? যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনের থেকে বেশি আস্থা রেখেছিল শুভেন্দুর ওপর। যখন শুভেন্দু বাচ্চাদের মত বায়না করেছে তখনই খেলনা দেওয়ার মতো তাকে আরেকটি করে দায়িত্ব দিয়েছে। ‘না ভাই তুই কাদিস নে’।”