কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে শিক্ষা ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ প্রকাশে এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে প্রাথমিক টেট নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঠিক এই আবহেই প্রাথমিককে ২০২২ এর পরীক্ষার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশে এলো এই নিয়ে এইবার রাজ্যের দিকে কটাক্ষের তীর ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী রাজ্যে নিয়োগ দুর্নীতি কে করা ভাষায় আক্রমণ করে একটি টুইট করেন শুধু তাই নয়, টুইটে ২০২২ টেট পরীক্ষার আবেদনপত্রের নামে একটি ফ্রম রাজ্য শাসক দলকে বিধিয়ে দিয়েই টুইটের সঙ্গে জুড়ে দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। টুইটে তিনি লেখেন, “যারা অনেক আশা করে শিক্ষক হওয়ার জন্য পরীক্ষায় বসার ফর্ম পূরণ করতে চলেছেন, তাদের জন্য এটি একটি বিধিবদ্ধ” এর সঙ্গে জুড়ে দেন কিছু সতর্কীকরণও। তিনি লেখেন, “পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবেন, কিন্তু আশায় বুক বাঁধবেন না। এই দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে স্বচ্ছতা আশা করা আর পক্ষিরাজ ঘোড়ার পিঠে সওয়ার হওয়া প্রায় সমান।”
যারা অনেক আশা করে শিক্ষক হওয়ার জন্য পরীক্ষায় বসার ফর্ম পূরণ করতে চলেছেন, তাদের জন্য এটি একটি বিধিবদ্ধ সতর্কীকরণ:-
পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবেন, কিন্তু আশায় বুক বাঁধবেন না। এই দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে স্বচ্ছতা আশা করা আর পক্ষিরাজ ঘোড়ার পিঠে সওয়ার হওয়া প্রায় সমান। pic.twitter.com/366Wzs6g5Q
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 18, 2022