Home সংবাদবর্তমান আপডেট “এ এক আজব পার্টি, চিড়িয়াখানাতেও এমন সার্কাস দেখা যায় না” ফের শাসকদলকে নিশানা শুভেন্দুর

“এ এক আজব পার্টি, চিড়িয়াখানাতেও এমন সার্কাস দেখা যায় না” ফের শাসকদলকে নিশানা শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের আগে বনগাঁয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে CAA-কে উষ্কে দিলেন শুভেন্দু অধিকারী­

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে বনগাঁয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে CAA-কে উষ্কে দিলেন শুভেন্দু অধিকারী­।  মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন , “আপনারা জিতে গিয়েছেন CAA পাস হয়েছে। দিল্লিতে আমি CAA নিয়ে প্রশ্ন করেছিলাম, অচিরেই CAA চালু হবে। পাশাপাশি এই দিন তিনি বলেন তাঁর মতে, CAA এর পাশাপাশি NRC ও চালু হওয়া দরকার।”

শুভেন্দু অধিকারী বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে বলেন, “বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়ক, তাঁকেই বনগাঁ জেলা সভাপতি করেছে তৃণমূল। এ এক আজব পার্টি, চিড়িয়াখানাতেও এমন সার্কাস দেখা যায় না, পিসি সরকারের জাদুও হার মানবে এই দলের কাছে। বিশ্বজিৎকে কার্যত হুশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, বাগদায় উপনির্বাচন হবে, ২০২৪ এ একসঙ্গেই ভোট হবে।”

<span;>দুর্নীতি ইস্যুতে বাগদার ‘রঞ্জন’ প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এদিন বলেন, “বাগদায় টাকা ছাপানোর মেশিন আছে।” তিনি আরও বলেন, “নভেম্বরে বেআইনি নিয়োগে হাজার হাজার মানুষের চাকরি যাবে, তারা কলকাতায় গিয়ে টাকা ফেরত চাইবে। আপনারা মজা দেখবেন।”

Related Articles

Leave a Comment