Home সংবাদসিটি টকস ‘পশ্চিমবঙ্গের মতো দুর্বল প্রাদেশিক সরকার ভারতবর্ষের আর কোথাও নেই’ : শুভেন্দু

‘পশ্চিমবঙ্গের মতো দুর্বল প্রাদেশিক সরকার ভারতবর্ষের আর কোথাও নেই’ : শুভেন্দু

একের পর এক দুর্নীতি কাণ্ডে বিরোধীদের চাপে কোণঠাসা রাজ্য সরকার। রাজ্যে বিভিন্ন দুর্নীতিতে নাম জড়াচ্ছে রাজ্যের হেভিওয়েটদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: একের পর এক দুর্নীতি কাণ্ডে বিরোধীদের চাপে কোণঠাসা রাজ্য সরকার। রাজ্যে বিভিন্ন দুর্নীতিতে নাম জড়াচ্ছে রাজ্যের হেভিওয়েটদের। বৃহস্পতিবার রাজ্য সরকারের ক্ষমতা কে কাঠগড়ায় তুলে তৃণমূল সরকারকে বিধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কথায় কথায় যে সরকার বলে এত মেজরিটির সরকার। কথায় কথায় হাইকোর্ট হস্তক্ষেপ করছে, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে, বিভিন্ন এজেন্সি হস্তক্ষেপ করছে। আসলে এই সরকারের ক্ষমতা নেই। এত দুর্বল প্রাদেশিক সরকার ভারতবর্ষের আর কোথাও নেই।”

তিনি আরও বলেন, ” ভারতীয় জনতা পার্টি ভারতের রাষ্ট্রীয়বাদী দল। প্রত্যেক মানুষের উচিত এই দলে যোগ দেওয়া। আজকে যারা এই দলের সঙ্গে যুক্ত নেই কালকে তারা এই দলে যুক্ত হতে বাধ্য হবেন, যদি তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। আর যদি মনে করেন যে পাকিস্তান জিতলে বোম ফাটাবো তাহলে অন্য দল করতে পারেন।

Related Articles

Leave a Comment