Home সংবাদসিটি টকস ‘মায়াপুরে ৫০০০ গীতা দান উত্‍সব সেখানে আমি থাকব’ : শুভেন্দু

‘মায়াপুরে ৫০০০ গীতা দান উত্‍সব সেখানে আমি থাকব’ : শুভেন্দু

এবার এক অন্য শুভেন্দুকে  দেখলেন রাজ্যবাসী। মন্দিরে গিয়ে আরতি সারলেন তিনি। সেই সঙ্গে তাঁকে মঞ্চে কীর্তন করতেও দেখা গেল। পাশাপাশি এদিন তিনি কোনো রাজনৈতিক বিষয়ে কিছু বলবেন না বলে সাফ জানিয়ে দেন সাংবাদিকদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: এবার এক অন্য শুভেন্দুকে  দেখলেন রাজ্যবাসী। মন্দিরে গিয়ে আরতি সারলেন তিনি। সেই সঙ্গে তাঁকে মঞ্চে কীর্তন করতেও দেখা গেল। পাশাপাশি এদিন তিনি কোনো রাজনৈতিক বিষয়ে কিছু বলবেন না বলে সাফ জানিয়ে দেন সাংবাদিকদের।

এদিন তিনি বলেন, ”মেচেদা ইসকন মন্দিরে গোবর্ধন পুজোয় ও অন্নকূট উত্‍সবে আমি প্রতিবছর আসি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি এসে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব বিগ্রহ এবং গোমাতাকে আরতি করলাম। সেই সঙ্গে সবার মঙ্গল কামনা করলাম।” পাশাপাশি তিনি ভক্তদের ইসকন মন্দিরে আসার আহ্বান জানান।

‘আমাদের বড় প্রাপ্তি দীপাবলীর আগে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ জয়লাভ করেছে। এবং ভারতের ইসকনের সেবক ব্রিটেনের প্রধানমন্ত্রী দীপাবলির বড় উপহার আমরা পেয়েছি। ডিসেম্বরে মায়াপুরে ৫০০০ গীতা দান উত্‍সব সেখানে আমি থাকব। উত্‍সবে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”

Related Articles

Leave a Comment