কলকাতা টুডে ব্যুরো: ডিয়ার লটারি নিয়ে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ‘ডিয়ার লটারির আড়ালে ব্যাপক আর্থিক দুর্নীতি চলছে রাজ্যে। কালো টাকা সাদা করা হচ্ছে এই লটারি দিয়ে।
লটারি জেতার বিষয়টা পুরোটাই আইওয়াশ। সাধারণ মানুষের নামে কেনা লটারির টাকা ঢুকছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে।’ এই অভিযোগের জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল ঘোষ শুভেন্দুকে পালটা দিয়ে বলেছেন ‘এই লটারি বোর্ড অনুমোদন করে। নিয়ন্ত্রকদের কাছে সব অভিযোগ জানানো যায়। তার মধ্যে কোনটা বেআইনি সেটা নির্দিষ্ট জায়গায় বিচার হয়। প্রত্যেক সপ্তাহে যখন পুরস্কার পায়, তখন তো কিছু বলা হয় না।’
এই প্রসঙ্গে সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেছেন ‘এটা একা বিরোধী দলনেতার রাজ্য নয়। রাজ্যটা সবার। আমি জানি না এই ফিগারগুলো কি করে পাচ্ছেন উনি। এটা ঠিক কিনা তা নিয়েও সন্দেহ আছে। রাজ্যকে বদনাম করার জন্য অবাস্তব ফিগার বলছেন। এতে রাজ্যের সম্মান নষ্ট হচ্ছে।’