Home সংবাদসিটি টকস ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কে ভয় দেখানো হচ্ছে’ , মিডিযা ট্রায়াল নিয়ে মন্তব্য শুভেন্দুর

‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কে ভয় দেখানো হচ্ছে’ , মিডিযা ট্রায়াল নিয়ে মন্তব্য শুভেন্দুর

রবিবার বিচারপতিদের সামনেই বিচার ব্যবস্থায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার বিচারপতিদের সামনেই বিচার ব্যবস্থায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। একইসঙ্গে বিচার ব্যবস্থার কাছে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষার আবেদনও জানান তিনি। এছাড়াও আগামিদিনে আরও আইনজীবী তৈরি হওয়া উচিত বলেও মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কে সরাসরি ভয় দেখাচ্ছে। যেহেতু মিডিয়া চুরি, দুর্নীতি, বিশেষ করে চাকরি বিক্রি এই বিষয়গুলো বিরাট ভাবে তুলে ধরছে, তাই তিনি মিডিয়াকে ভয় দেখাচ্ছেন। সাংবিধানিকভাবে যে স্তম্ভ গুলোর ওপর সংবিধান দাঁড়িয়ে আছে তার চতুর্থ স্তম্ভকে ভয় দেখানো হচ্ছে বলে আমার মনে হয়।”

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাথার রাখবেন আইন সবসময় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানুষ যখন কোনও রাস্তা দেখতে পান না, তখন তাঁরা আদালতে যান, কারণ তাঁরা ভাবেন বিচার পাবেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। কারণ এটা আমাদের মন্দির, মসজিদ, গির্জা। আমি বলছি না মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন, তবে বর্তমান সময়ে পরিস্থিতি খারপ থেকে খারাপতর হচ্ছে।”

Related Articles

Leave a Comment