Home সংবাদসিটি টকস ‘ডাকাত পুলিশের কাজ দিদিমনির বাড়িতে বাজার করা’, বিস্ফোরক শুভেন্দু

‘ডাকাত পুলিশের কাজ দিদিমনির বাড়িতে বাজার করা’, বিস্ফোরক শুভেন্দু

কলকাতা পুলিশকে ডাকাত বলে ভৎসনা শুভেন্দু অধিকারীর। বিধানসভার বাইরে প্রকাশ্য রাস্তায় পুলিশকে কড়া ভাষায় ভৎসনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কলকাতা পুলিশকে ডাকাত বলে ভৎসনা শুভেন্দু অধিকারীর। বিধানসভার বাইরে প্রকাশ্য রাস্তায় পুলিশকে কড়া ভাষায় ভৎসনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন,”সবচেয়ে বড় ডাকাত বানিয়েছে পুলিশকে নইলে কয়লা কাণ্ডে ৮ জন IPS ডাক পায়? মিলে কয়লাকান্দে ৮ জন IPS ডাক পায়? ৮ জন IPS-কে CBI ED ডেকেছিল কেন নিজাম প্যালেসে? ডেকেছিল এই জন্য কারণ তারা কয়লার টাকার ভাগ নিয়েছে। অতএব পুলিশ হল এস্টাবলিস্ট ডাকাত। তবে সব পুলিশ নয়। DA না পাওয়া পুলিশ নয়। তবে ওই কালিঘাট থানার IC-এর মত ডাকাত পুলিশের সংখ্যা অনেক আছে। যাদের একমাত্র কাজ দিদিমনির বাড়িতে বাজার করা, দিদিমনির বাড়িতে মশা মারার স্প্রে দেওয়া আর বিজেপির পেছনে লাগা”

শুভেন্দু বকেয়া DA প্রসঙ্গ তুলে বলেন,”ভিখারি সরকার! বিভিন্ন জায়গায় হেরেছে। সিঙ্গেল বেঞ্চে হেরেছে ডিভিশন বেঞ্চে হেরেছে। সুপ্রিম কোর্টে গেছে যাওয়ার কথা ছিল। এবং এর পেছনে কয়েক কোটি টাকা ধ্বংস হবে শেষ পর্যন্ত। অসমের হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে আপটুডেট দিয়ে দিয়েছেন। দিওয়ালির আগে অ্যাডিশনাল DA-এর 4 পার্সেন্ট দিয়েছে যোগী আদিত্যনাথ। এখানেও কর্মচারীদের অধিকার তবে আমি সুপ্রিমকোর্টের রায় নিয়ে কিছু বলবো না আমার বিশ্বাস সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে আইন মেনেই দিয়েছে আর সুপ্রিমকোর্ট ও নিশ্চিতভাবেই আইন এবং বিচারব্যবস্থা সবকিছু খতিয়ে দেখে রায় দেবে রাজ্য সরকার শুধু সময় নষ্ট করছে তার কারণ রাজ্য সরকার টাকা দিতে পারবে না একেবারে দেউলিয়া সরকার হয়ে গেছে।”

Related Articles

Leave a Comment