Home সংবাদবর্তমান ঘটনা ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগ রাহা হে!’ মন্তব্য শুভেন্দু অধিকারীর

‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগ রাহা হে!’ মন্তব্য শুভেন্দু অধিকারীর

রবিবার ফের একবার পটাশপুরের মঙ্গলা মোরে বিজেপি সভা থেকে শাসকদলকে নিশানা শুভেন্দু। তিনি বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার ফের একবার পটাশপুরের মঙ্গলা মোরে বিজেপি সভা থেকে শাসকদলকে নিশানা শুভেন্দু। তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। মালিকের এই হাল! কর্মচারীদের দেখবেন কেমন পায়ে কাটা ফুটেছে। একটা  ত্রিশ মিনিটের বক্তৃতা করতে এলে তার ২৮ মিনিট বিরোধী দলনেতা কে যত রকম কথা আছে বলে। আমি বুঝতে পারি, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগ রাহা হে!

শুভেন্দু হুশিয়ারি দিয়ে বলেন, “বাক্স গোছানোর সময় হয়ে গেছে। গোটা পার্টিটা চোর প্রমাণিত হয়ে গেছে। আপনারা দেখেছেন এক কুইন্টালের বেশি ওজন যাদের তারা দুর্গাপুজোর আগে ভেতরে ঢুকেছে আর এক কুইন্টালের নীচে যাদের ওয়েট যাদের তাদের মধ্যে মানিক ভেতরে গেছে। এইবার কালীপুজো শেষ হয়ে গেছে দীপাবলি ও শেষ। এইবার ৬০ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, চোখের ব্যামো, হাতের ব্যামো এদের পরপর যেতে হবে। ওপরের চোররা কেউ থাকবে না আমরা সামলে নেব।”

এই দিনের জনসংযোগ সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল বিরোধী ডদলনেতা কে। তিনি বলেন, “মানিক ভট্টাচার্যের জামিনের সময় ইডি বলেছে যে, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে রাজ্যের শাসকদলের প্রায় সবাই যুক্ত তাই এদেরকে ছাড়া যাবে না। রাজ্যে একজন বিচারপতি এগিয়ে এসেছে রাজ্যে মেধাযুক্ত বেকার যুবক-যুবতীদের রক্ষা করার জন্য আমি অভিজিৎ গাঙ্গুলিকে বিচারপতি বলবোনা সমাজ সংস্কারক বলবো ।”

Related Articles

Leave a Comment