Home সংবাদসিটি টকস ‘পশ্চিমবঙ্গে হিন্দুরা ওবিসি সুবিধা থেকে বঞ্চিত’, হিন্দু ওবিসিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শুভেন্দুর

‘পশ্চিমবঙ্গে হিন্দুরা ওবিসি সুবিধা থেকে বঞ্চিত’, হিন্দু ওবিসিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শুভেন্দুর

হিন্দু ওবিসিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁচড়াপাড়ায় ভারতীয় জনতা পার্টি আয়োজিত ওবিসি মোর্চার রাস পূর্ণিমা উপলক্ষ্যে আয়োযিত মিলন উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: হিন্দু ওবিসিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁচড়াপাড়ায় ভারতীয় জনতা পার্টি আয়োজিত ওবিসি মোর্চার রাস পূর্ণিমা উপলক্ষ্যে আয়োযিত মিলন উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। দুর্ণীতিগ্রস্ত সরকারকে সরিয়ে পরিবর্তন আনার ডাক দেন তিনি।

তিনি বলেন, “গোটা ভারতবর্ষে মন্ডল কমিশনকে কেন্দ্র করে ব্যাপক লড়াইয়ের পরে সর্ব ধর্মের অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ এর স্বীকৃতি পান। আশ্চর্যের বিষয়ে পশ্চিমবঙ্গে তোষণবাজ সরকার থাকার জন্য এখানে ওবিসিদের মধ্যেও বিভাজনের রাজনীতি করেন মমতা ব্যানার্জি। মাহাতো, কুম্ভকার এই ধরনের অনেকগুলো সম্প্রদায়কে ওবিসির আওতায় আনা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য একটা বিশেষ সম্প্রদায়ের ৯৮% লোককে ওবিসির আওতায় এনে এখানে ওবিসি এ এবং ওবিসি বি চালু করেন। যা ভূ-ভারতে কোথাও পাবেন না। তার ফলে আমাদের এখানে যারা হিন্দু ওবিসি তারা কেউ লেখাপড়ার ক্ষেত্রে বলুন বা ওবিসি সুবিধার ক্ষেত্রে বলুন তারা কিছুই পান না।”

Related Articles

Leave a Comment