কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অখিলকে নিয়ে রাজ্যপালকে চিঠি বিরোধী শুভেন্দু অধিকারীর। এই বিতর্ক নিয়ে শুভেন্দু টুইট করে লেখেন, “রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি সংশোধন অযোগ্য বেলাগাম নিকৃষ্টমানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। লজ্জাজনক !”
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ মঞ্চে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রী অখিল গিরির। এ ঘটনায় বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল নেতা ক্ষমা চাইলেও ইতিমধ্যেই তাঁর পদত্যাগের দাবি তুলে গোটা বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পদ্মফুল শিবির।