Home সংবাদসিটি টকস রাষ্ট্রপতি বিতর্ক ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর

রাষ্ট্রপতি বিতর্ক ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর

রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি।  অখিল গিরি ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন বিরোধী দলনেতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি।  অখিল গিরি ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন বিরোধী দলনেতা। আগামীকাল কিম্বা পরশু বিজেপি পরিষদীয় দল তাঁর সঙ্গে দেখা করতে চায়, চিঠিতে উল্লেখ শুভেন্দুর। রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির অসম্মানজনক মন্তব্য নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী তিনি। অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি শুভেন্দু অধিকারীর।

তাঁর মনে হয়েছে, রাষ্ট্রপতিকে অসম্মানজনক মন্তব্য অখিল গিরির, অথচ ‘নীরব’ রাজ্যপাল। রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতায় বলেন, ‘‘রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অসম্মানজনক মন্তব্য আর এ ব্যাপারে রাজভবনের তরফ কোনও বার্তা নেই। সোশ্যাল মিডিয়াতেও তিনি ‘নীরব’ কেন? এই প্রশ্ন তুলে রাজ্যপালের এক্তিয়ার নেই অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করার। তবে তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলতেই পারেন’। শুভেন্দুর দাবি, ‘রাষ্ট্রপতির উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করেছেন মন্ত্রী তাতে শুধু রাষ্ট্রপতি নয়, দেশের সাড়ে ১০ কোটি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষকে অপমান করা হয়েছে’’।

যদিও শনিবার সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি কে করা কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মন্ত্রী অখিল গিরি। তারপরেই আরো তেতে যান শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে এই বিতর্কের ইতি ঘটতে পারে না। যে ভয়ংকর ভাষা প্রয়োগ করেছেন সাংবিধানিক প্রধান একজন প্রান্তিক পরিবারের একজন রমণী ও মাতৃ শক্তির বিরুদ্ধে। এর দুটো ব্যবস্থা নিতেই হবে। ভারতবর্ষের আইন সকলের জন্য সমান তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। এবং SC ST যে এক আছে তার ভিত্তিতে গ্রেফতার করতে হবে এর বাইরে কোন রাস্তা হতে পারে না। আর এই দুটো পদক্ষেপে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে।”

Related Articles

Leave a Comment