Home সংবাদসিটি টকস অখিল গিরির বরখাস্তের দাবি নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী

অখিল গিরির বরখাস্তের দাবি নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী

রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির অপসারণ চেয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি। সোমবার অখিলকে বরখাস্তের দাবি নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া শিবিরের প্রতিনিধি দল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির অপসারণ চেয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি। সোমবার অখিলকে বরখাস্তের দাবি নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া শিবিরের প্রতিনিধি দল। রাজ্যপাল না থাকায় সচিবের কাছে দাবি করে এসেছেন বিরোধী দলনেতা। বেরিয়ে এসে তিনি হুঁশিয়ারি দেন,অখিল গিরিকে বরখাস্ত না করা হলে জোরালো আন্দোলনে নামবে বিজেপি। সেই সঙ্গে রাজ্যপালের ‘নীরব’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা।

এ দিন শুভেন্দু বলেন,’একজন মাতৃসমা মহিলার প্রতি কদর্য ভাষায় বক্তব্য রেখেছেন একজন মন্ত্রী। ৭২ ঘণ্টা কেটে গেলেও মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে তাঁর বরখাস্তের জন্য সুপারিশ করেননি বা তাঁর মন্ত্রীকেও কোনও নির্দেশ দেননি। আমরা শনিবার থেকে রাজ্যপালকে উপুর্যপরি মেইল করে বাধ্য হয়ে প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক এখানে এলাম। আজ রাজভবনে এসে আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। এটা আবেদন নয়। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধানে রাজ্যপালের অধিকার আছে। উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রীকে স্যাক করেন।’

তিনি আরও বলেন,’একজন রাষ্ট্রপতিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। লিখিতভাবে জানিয়ে এসেছি। এটা না করলে বিজেপি, সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্য়েকে প্রতিবাদ করবে। বিধানসভার আগামী অধিবেশনের আগে যদি এই মন্ত্রী বরখাস্ত না হন, বিজেপির বিধায়করা শিষ্টাচার মেনে জোরাল প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবে। এটাও আমরা জানাতে চাই।’

অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া না পাওয়া নিয়ে আক্ষেপ করেছেন শুভেন্দু। তাঁর কথায়,’আমরা রাজ্যপালের ভূমিকায় আশ্চর্য হয়েছি। ওঁর তরফে কোনও টুইট নেই,সোশ্যাল মিডিয়াতেও বক্তব্য নেই, রাজভবনের তরফ থেকেও কোনও বার্তা নেই।’

এদিকে, অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না বলে এ দিন স্পষ্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন,’রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। অত্যন্ত সম্মানিত মহিলা। তাঁর সম্পর্কে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি। এটা আমরা নিন্দা করেছি। দল থেকে সতর্ক করা হয়েছে। ওঁকে বলে দেওয়া হয়েছে, আর যেন না বলেন। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতিকে সম্মান করি। সৌন্দর্য দেখার মধ্যে হয় না। উনি খুব ভাল এবং মিষ্টি মহিলা। আমি খুব পছন্দ করি ওঁকে। অখিল অন্যায় করেছে। আমি নিন্দা করছি। আমি ক্ষমা চাইছি। দল ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা দলের সংস্কৃতি নয়। ভবিষ্যতে এমনটা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Comment