কলকাতা টুডে ব্যুরো: ‘স্পিকার পিসির এখন স্টিকার উঠে গেছে স্টিকার পিসির এখন আর স্টিকার নাই তাই জঙ্গলমহল আর উনার সাথে নাই।’ বাঁকুড়ার সভা থেকে মমতাকে স্টিকার পিসি বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার বাঁকুড়া রায়পুরে বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান করেন শুভেন্দু। সেখানেই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর নিয়ে চাচাছোলা ভাষায় নিশানা সাধতে দেখা গেল তাকে।
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ঘিরে মঙ্গলবার জঙ্গলমহলের রাজনীতি সরগরম। এদিনই ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভা করেন। ঝাড়গ্রামের সাহাড়ি বেলপাহাড়িতে বিরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করেন মমতা। এই সভাতেই ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তুলতে দেখা গেল মমতাকে। এই নিয়ে এবার পাল্টা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘ বেলপাহাড়ির একটা গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে, এত কাজ করে দিয়েছি, ভর্তি ভর্তি কাজ। আর ওই গ্রামের সাধারণ সরল জনজাতি তারা বলে, ঘর নাই, বাথরুম নাই, ১০০ দিনের কাজ নাই, পরিশুদ্ধ পানীয় জল নাই, বাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়ার বই নাই। তারপর মমতা ব্যানার্জি আর কথা বাড়াতে পারেননি তিনি গাড়িতে উঠে পড়ে বলছেন, কেন্দ্র দিচ্ছেনা তাই দিতে পারি না। তাহলে কেন্দ্রই যদি সব দেবে তাহলে তোমার ভাইয়েরা বলছিল কেন জন্মালেই শিশুসাথী মারা গেলেই সমব্যথী। স্পিকার পিসির এখন স্টিকার উঠে গেছে। স্টিকার পিসির এখন আর স্টিকার নাই, তাই জঙ্গলমহল আর উনার সাথে নাই।”
শুভেন্দু এও বলেন, “জনজাতিগ্রামে গিয়েছিল বেলপাহাড়িতে হেলিকপ্টার করে এসছে। ভয়ে! যদি হলুদ পাগড়ি পরা জঙ্গলমহলের লোকগুলো মাদল ধামসা লাগিয়ে জিজ্ঞেস করে দ্রৌপদী মুরমু কে ভোটটা না দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন কেন? তারপরে তো উনার গুণধর ভাই যা করেছেন বলার মত আর মুখ নাই।