Home সংবাদবর্তমান ঘটনা বাংলার বেকার যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে একটা করে পোস্টার পাঠান’:শুভেন্দু

বাংলার বেকার যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে একটা করে পোস্টার পাঠান’:শুভেন্দু

'আমি নন্দীগ্রামে কম্পার্টমেন্টাল বানিয়ে দিয়েছি, ভীষণ রাগ, জ্বালা। আমাকে কার্ড-ফুল পাঠাচ্ছে। বাংলার বেকার  যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে একটা করে পোস্টার পাঠান', রাইপুরের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা suvendu adhikari

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:’আমি নন্দীগ্রামে কম্পার্টমেন্টাল বানিয়ে দিয়েছি, ভীষণ রাগ, জ্বালা। আমাকে কার্ড-ফুল পাঠাচ্ছে। বাংলার বেকার  যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে একটা করে পোস্টার পাঠান’, রাইপুরের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা suvendu adhikari।

সঙ্গে সংযোজন, ‘গোটা বাংলাকে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির হাত থেকে বাঁচাতে হবে।’ উল্লেখ্য, শুভেন্দুর এই সভার জন্যই প্রথমে অনুমতি দিয়েও বাতিল করেছিল প্রশাসন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সভার অনুমতি পান বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে  ‘মানসিকভাবে অসুস্থ’ বলে দাবি করে TMCP ৷ তাই সংগঠনের পক্ষ থেকে বিরোধী দলনেতার বাসভবনে পাঠানো হচ্ছে পোস্ট কার্ড, গ্রিটিংস কার্ড এবং গোলাপ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কথা মতো সোমবার সকাল থেকেই শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে শুরু হয়েছে চিঠি পাঠানোর কর্মসূচি। সেই চিঠিতে লেখা রয়েছে ‘গেট ওয়েল সুন’ । এর সঙ্গে সেই চিঠিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ছবি ও গোলাপ ফুল ।

Related Articles

Leave a Comment