Home সংবাদবর্তমান ঘটনা ‘ধর্ম যদি রক্ষা না হয় কিছু হবে না’ : শুভেন্দু

‘ধর্ম যদি রক্ষা না হয় কিছু হবে না’ : শুভেন্দু

নন্দকুমারে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে ভারত মাতার পূজা ও বিশ্ব শান্তি যজ্ঞে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নন্দকুমারে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে ভারত মাতার পূজা ও বিশ্ব শান্তি যজ্ঞে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো শেষে তিনি বলেন, “আমাদের যসশ্রী প্রধানমন্ত্রী হল তিনি শুধু কোভিড ভ্যাকসিন বের করে আমাদের বাঁচিয়েছেন তা নয়, তিনি 80 কোটি গরীব মানুষকে মাথাপিছু পাঁচ কেজি করে রেশন দিয়েছেন তাই শুধু নয়। তার হাত ধরে রাস্তায় এয়ারপোর্ট সি পোর্ট হচ্ছে তাই শুধু নয়। তিনি সনাতন সংস্কৃতিকে ও রক্ষা করার কাজ করছেন। ৪৯২ বছর পর অযোধ্যার রাম মন্দির শান্তিপূর্ণ উপায়ে 2024 শে জানুয়ারি মাসে উদ্বোধন হতে চলেছে। দীপাবলির দিন প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ। ভগবান রামচন্দ্রের লঙ্কা বিজয় করে ফিরে আসার উৎসব সেখানে পালন করেছেন। এখন আমাদের চার ধামের এক ধাম কেদারধাম, বদ্রিধাম আদি গুরু শঙ্করাচার্যের মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে বদলে দিয়েছেন সেখানকার স্বরূপ কাশীনাথ ধাম বিশ্বনাথ ধাম সরাসরি গঙ্গার সঙ্গে করিডর সৃষ্টি করে অপরূপ সৃষ্টি কিছুদিন আগে উজ্জয়িনী মহাকাল মন্দিরেও নবরূপে সজ্জিত করে জাতিকে উৎসর্গ করেছে আমাদের হিন্দু হৃদয়ের সম্রাট নরেন্দ্র দামোদরদাস মোদী। ধর্ম যদি রক্ষা না হয় কিছু হবে না

Related Articles

Leave a Comment