কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা Suvendu Adhikari। সূত্রের খবর, মমতার পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন তাঁর একদা সহযোদ্ধা শুভেন্দু। শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম দুইজনের সৌজন্য সাক্ষাৎ। তা নিয়ে রাজনৈতিক চর্চাও চলছে জোরকদমে। আর এরই মধ্যে রাজ্য সরকারকে ফের একহাত নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে ফের সরব বিধানসভার বিরোধী দলনেতা।
cont'd… pic.twitter.com/iiE1K22y6G
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 26, 2022
শনিবার সকালে একটি টুইটে বিরোধী দলনেতা লেখেন, “দুর্নীতি করে কেনা অবৈধ নিয়োগ যেভাবে মন্ত্রিসভা বাঁচানোর চেষ্টা করছে, তা সত্যিই বিস্ময়কর। এটা যদি সাংবিধানিক সঙ্কট না হয়, তাহলে আর কী হবে? তৃণমূল সরকারের হাতে বাংলা রসাতলে যাচ্ছে। বাংলায় বর্তমানে এক ‘আল্ট্রা ইমার্জেন্সি’র অবস্থা।” এই নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের লেটারহেডে মে মাসের একটি লেখাও নিজের টুইটারে তুলে ধরেছেন তিনি। মূলত ক্যাবিনেটে আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে সেখানে লেখা। ওই টুইট করা প্রতিলিপিগুলির একটি পাতায় লেখা আছে, ৫ হাজার ২৬১টি সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার প্রস্তাব। এর মধ্যে নবম-দশমের জন্য ১ হাজার ৯৩২টি পদ, একাদশ-দ্বাদশের জন্য ২৪৭টি পদ।