Home সংবাদসিটি টকস বাংলায় সিএএ লাগু হবেই’ সাফ ঘোষণা শুভেন্দুর

বাংলায় সিএএ লাগু হবেই’ সাফ ঘোষণা শুভেন্দুর

বাংলায় সিএএ লাগু হবেই। সাফ ঘোষণা শুভেন্দু অধিকারীর। এদিন ঠাকুরনগরের সভায় শুভেন্দু সাফ বলেন, 'এই সভা রাজ্যের সিএএ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দল পরিচালিত রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়ার জন্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বাংলায় সিএএ লাগু হবেই। সাফ ঘোষণা শুভেন্দু অধিকারীর। এদিন ঠাকুরনগরের সভায় শুভেন্দু সাফ বলেন, ‘এই সভা রাজ্যের সিএএ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দল পরিচালিত রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়ার জন্য।’

শুভেন্দু এদিন আশ্বস্ত করেন, ‘সিএএ আইনে কারও নাগরিকত্ব  কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। যাঁরা ধর্মীয় কারণে বাংলাদেশ, আফগানিস্থান, পাকিস্তান থেকে এসেছে তাঁদের নাগরিকত্ব দিতে সহযোগিতা করবে। ভিসা চাইতে গেলে, চাকরি চাইতে গেলে পুলিস বলে না? আপনাদের সমানাধিকার দিতে এই সিএএ।’ বিরোধী দলনেতা জানান, অমিত শাহ বলেছেন, সিএএ কার্যকর হবে। পাশপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন অভিন্ন দেওয়ানি বিধিও কার্যকর করার তালিকায় আছে। তাই সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে চড়া সুরে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে। বলেন, ‘গোখরো বিষধর সর্পকে নিয়ে আমরা শুয়ে আছি। পাশেই বাংলাদেশ। জামাত, রাজাকাররা চান মমতা থাকুক। খালেদা জিয়ার স্লোগান ‘জয় বাংলা’, সেটা বলেন আমাদের মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে হেরে গিয়ে সংখ্যালঘু ভোটব্যাংক তোষণে নেমেছেন মমতা। কিন্তু বাংলাদেশে কী হচ্ছে খবর নিন! বাংলাদেশে অষ্টমীতেই বিজয়া হয়ে গিয়েছিল ২০২১ সালে। ৫০০-রও বেশি মন্দির ভেঙে ধ্বংস করেছে। তারপর ধরা পড়ল ইকবাল হোসেন।’

Related Articles

Leave a Comment