কলকাতা টুডে ব্যুরো : শনিবারই কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভার সাক্ষী ছিল রাজনৈতিক মহল। এবার সেই একই জায়গায় ২১ ডিসেম্বর পাল্টা সভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও নিজেকে কিছুতেই অভিষেকের প্রতিপক্ষ মানতে নারাজ শুভেন্দু। বারবারই দাবি করেছেন যে, তিনি তৃণমূল সুপ্রিমোকে হারিয়েছেন।
দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই এই সভার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য, কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে অধিকারী পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক। এমনকী, মঞ্চ থেকে নিজের ফোন নম্বর দিয়ে এও বলে এসেছিলেন, কেউ ধমকালে যেন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
বিজেপি সূত্রের খবর, ওই সভা থেকে অভিষেকের যাবতীয় আক্রমণ ও কটাক্ষের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করতে পারেন বিরোধী দলনেতা। ইতিমধ্যে এই নিয়ে বৈঠকও হতে পারে।
শনিবার একই দিনে দুই জেলায়, দুই দলের দুই সেনাপতির সভা-যুদ্ধে, ঘুরে ফিরে উঠে আসে সেই ডিসেম্বর প্রসঙ্গ! শুভেন্দু অধিকারী ফের একবার ডিসেম্বরে বড় কিছু ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন! কিন্তু কী হবে, তা নিয়ে অবশ্য আগের মতোই ধোঁয়াশা রেখেছেন রাজ্যের শাসকদলকে।
এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে তৃণমূলকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ বিজেপি৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী দলনেতার খাসতালুকে অভিষেকের অভিযোগের জবাব না দিলে জনমানসে ভুল বার্তা যেতে পারে। এমনটাই মত গেরুয়া শিবিরের৷ মূলত সেই কারণেই নিজের গড়ে সভা করতে চলেছেন শুভেন্দু। কাঁথিতে সভা করে অভিষেকের বক্তব্যের পাল্টা জবাব দিতে পারেন তিনি। এই জল্পনাই শুরু হয়েছে রাজনৈতিক মহলে।