কলকাতা টুডে ব্যুরো:বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই দক্ষিণ 24 পরগনার সভা প্রসঙ্গে বললেন,গত পরশুদিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে একটি সভা ছিল সেই সভা নিয়ে বিস্তারিত বলতে চাই না কিন্তু সেই সভার কিছু পূর্বনির্ধারিত সূচি ছিল কিন্তু ওখানকার পুলিশ আপত্তি করাতে হাই কোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় জাহাজ তফতরের অধীন কলকাতা পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়ে লাইট হাউসের মাঠে সভা করি।এই সভায় 75 থেকে 80 ভাগ কর্মীসমর্থককে আস্তে দেওয়া হয়নি,মহাপ্রভাভশালী ভাইপো ও তাঁর অফিসের নির্দেশে SP সুন্দরবন,SP ডায়মন্ড হারবার কেবলমাত্র আমার যাতায়াতের রাস্তাটি ছাড়া সমস্ত নেতা,নেত্রী বিধায়ক,কর্মী,সাধারণ যাত্রীদের খুব কৌশলগত ভাবে আটকেছেন ।এক্ষেত্রে হাই কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে।বেলা 10টা থেকে সভা শেষ হওয়া পর্যন্ত তাণ্ডব চলে,ফলে সভাস্থলে আসা ও পাবলিক যেসমস্ত গাড়ি ছিল সে সমস্ত গাড়ির কাঁচ ও হেডলাইট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও 13,14 জন কর্মী আহত হয়েছে।তাদের মধ্যে কয়েকজন বাচ্চাও ছিল,যারা এই সভাস্থলে আসছিলেন না, মা এর সাথে তারা কোথাও যাচ্ছিলেন,এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু এবং কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তাদের সাথে একটি বাচ্চা ছিলেন মিমি সরকার তার একটা চোখ প্রায় নষ্ট হয়ে গেছে তাকে প্রত্যন্ত গ্রাম কুলপী থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ।শুভেন্দু অধিকারী বলেছেন “রাষ্ট্রবিরোধী শক্তি যারা দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করেছেন”