কলকাতা টুডে ব্যুরো:সোমবার কলকাতার রাজপথ প্রত্যক্ষ করল বিজেপির মহামিছিল। কর্মসূচির নাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হাঁটেন বিজেপির নেতা কর্মীরা। দুপুর থেকেই কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত এবং জেলা থেকে এসেছিলেন বিজেপি কর্মী, সমর্থকরা। মিছিলের শেষে সমাবেশ হয়। সুবোধ মল্লিক থেকে এসয
এন ব্যানার্জি রোড হয়ে মিছিল এগোয়। পুরভাগে ছিলেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। মিছিলটি ৫ ভাগে ভাগ হয়ে গন্তব্যে এগোয়। সামনে ছিলেন, সুকান্ত মজুমদার , দিলীপ ঘোষ , শুভেন্দু অধিকারী , অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহারা। মিছিলে তৃণমূল সরকারকে ব্যাঙ্গ করে, চপ মুড়ি হাতে মিছিলে সামিল হন বিজেপি কর্মীরা।
তৃণমূলের বাংলা দখলের হ্যাটট্রিকের দিনেই শুভেন্দু অধিকারীর মুখে শাহী হুঁশিয়ারি। চেষ্টা করলেন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দলের কর্মীদের চাগিয়ে তোলার। সাফ জানিয়ে দিলেন, ‘কাশ্মীরকে সোজা করে দিয়েছেন অমিত শাহ। বাংলায় আসছেন তিনি। বাংলাকে ভয়মুক্ত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।’মিছিল শেষে রানি রাসমণির মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসাকে সামনে রেখে আমাদের সপ্তাহ ব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখবেন অমিত শাহ। মালদা থেকে আলিপুরদুয়ারের লাখ লাখ কর্মী সেখানে সমবেত হবেন। ৮ মে নন্দীগ্রামে পালিত হবে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি। ওই দিনে নন্দীগ্রামে ১৫ হাজার মানুষ পাঁচ কিলোমিটার হাঁটবেন বলে স্থির করেছেন। মাথায় তিলক লাগিয়ে, হাতে শাঁখ নিয়ে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন করা হবে।”
আরও পড়ুনঃ ‘২০২১-এর ২ মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে,’টুইট করলেন Abhishek Banerjee
রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ফের তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, গতবছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক। দিলীপবাবু বালেন, নির্বাচনের পর তাঁদের কর্মীদের ১২ হাজার কেস দেওয়া হয়েছে। ৫০০ টাকার বিনিমে ইজ্জত কেনা হচ্ছে, যখন তখন ধর্ষণ করা হচ্ছে।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ছিলেন নিজের ফর্মে। গত একবছরে রাজ্যে ৫৭ জন বিজেপি কর্মী খুন হয়েছে বলে দাবি করেন সুকান্ত। এদিন মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলকে নিয়েও কড়া বার্তা দেন বালুরঘাটের বিজেপি সাংসদ। নাম না নিয়েই অনুব্রতকে সুকান্ত হুঁশিয়ারি, জেলের চা খেতেই হবে।
জানা যাচ্ছে ১১ তারিখ পর্যন্ত বিজেপির বিভিন্ন কর্মসূচি রয়েছে। শুভেন্দু ৮ মে নন্দীগ্রামে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন করার ডাক দেন মঞ্চ থেকে । ১১ মে দেউচা পাঁচামিতে সুকান্ত মজুমদারের সঙ্গে কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি চলতি সপ্তাহেই এরাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Topics
Suvendu Adhikary BJP TMC,Protest Rally Administration Kolkata