কলকাতা টুডে ব্যুরো: শনিবার রামনগরে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করলেন,সরকারের ভিতরে থাকা আশিভাগ অফিসার তাঁকে সাহায্য করছেন। শুক্রবার শুভেন্দু বলেছিলেন,’দিল্লির আদালতে গুরুপদ মাঝি নামে ব্যক্তির বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছে,সেটি এখন পাবলিক ডোমেনেও এসে গিয়েছে। কয়লা পাচারের সঙ্গে বড় চক্র যুক্ত আছে। সেই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তির কথাও রয়েছে ওই চার্জশিটেই।’ সেই চার্জশিটের পাতার নম্বর দেখিয়ে শুভেন্দু দাবি করেছিলেন,’আসলে মোট ২,৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ২,৪০০ কোটি টাকা দুর্নীতির মধ্যে ১,০০০ কোটি টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়েছে।’ কে সেই প্রভাবশালী তা খোলসা করেননি শুভেন্দু। তিনি জানিয়েছিলেন, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির এই রাজ্যে কার্যত প্রশাসন,পুলিশ ও শাসকদলকে নিয়ন্ত্রণ করেন।’
কীভাবে এত কিছু জানতে পারছেন বিরোধী দলনেতা? রামনগরের সভায় তাঁর ব্যাখ্যা,’২ মে ফলের পর বুঝতে পেরেছিলেন সরকারের বেতন দেওয়ার মতো অবস্থা থাকবে না। দেউলিয়া হয়ে যাবে সরকার! গত ৬ মাসে কী করেছে সব তথ্য আছে। এদের সরকারের ভিতরে থাকা আশিভাগ লোক সাহায্য করছে। বলছে আপনি তাড়ান। পিসি-ভাইপোমুক্ত বাংলা চাই।’
সেই সঙ্গে ইডি তদন্ত নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু। তদন্তের গতি আরও বাড়বে বলেও ইঙ্গিত দিয়েছেন। নন্দীগ্রামের বিধায়ক তথা বিজেপি নেতা বলেন,’অপা সিন্ডিকেট ধরা পড়ে গেল। পার্থ জেলে। কেষ্ট দিল্লি যাচ্ছে। ভাইপোর কয়লা দুর্নীতি সামনে চলে এল। সবে সাইকেল গিয়েছে দিল্লি। পিছন পিছন এক কুইন্টাল যাচ্ছে। আজ টিভিতে বলছে ইডি সক্রিয় হচ্ছে। ছবি কেনাও সামনে আসবে। অপেক্ষা করুন দেখতে থাকুন। ওটা ভাইপো লটারি। ২৮ টাকার মদ আর ভাইপো লটারি- বাংলার যুবক যুবতীদের চাকরি নেই। সমাধান একটাই বিজেপি সরকার।’