কলকাতা টুডে ব্যুরো: লজ্জাজনক হার ভারতের। ১০ উইকেটে রোহিত শর্মার দলকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ফিকে পড়লো বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ার দুরন্ত ইনিংস। সেমিফাইনালে ব্যর্থ ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের ওপেনিং জুটিই থমকে দিল ভারতকে। দলের দুই ওপেনার জস বাটলার ও আলেক্স হ্যালেস জুটিই ভারতকে দুরমুশ করেছে।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস ব্যাটলার। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত লড়াই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার। ৫০ রান করেন কোহলি। হার্দিক করেন ৬৩ রান।
ম্যাচে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ৫ রানে আউট হন কে এল রাহুল। ক্রিস ওকসের অফ সাইডের বাইরের বলে খোঁচা দেন রাহুল। বল জমা পড়ে উইকেটরক্ষক বাটলারের হাতে। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন রাহুল। গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান করেছিলেন রাহুল। কিন্তু বড় ম্যাচে ফের ব্যর্থ তিনি। বার বার বড় ম্যাচে ব্যর্থ হচ্ছেন রাহুল। এদিও ব্যাটে বড় রান আনতে ব্যর্থ হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৭ রান করেন তিনি। ক্রিস জর্ডনের বলে ক্যাচ দেন ক্রিক ওকসের হাতে। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন ভারত অধিনায়ক। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেও, এদিন সেমিফাইনালে ব্যর্থ সূর্যকমার যাদব। ১৪ রান করেন তিনি। বড় শট খেলতে গিয়েই বিপদে পড়েন সূর্যকুমার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যাটিং কোহলির। সেমিফাইনালে অর্ধশতরান করেন তিনি। একই সঙ্গে টি-২০ ফর্ম্যাটে ৪০০০ রান পূর্ণ করলেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হার্দিক পান্ডিয়ার। ৩৩ বলে ৬৩ রান করেন তিনি।
Hales dispatches it!
Iconic moments like this from every game will be available as officially licensed ICC digital collectibles with @0xFanCraze.
Visit https://t.co/8TpUHbQQaa today to see if this could be a Crictos of the Game. pic.twitter.com/DdvmFIXf8E
— ICC (@ICC) November 10, 2022
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় ইংল্যান্ড। দুরন্ত শুরু করে ইংল্যান্ডের দুই ওপেনার জস ব্যাটলার এবং হেলস। দুই ওপেনারের ব্যাটিং-এ ভর করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। বাটলার ৮০ রানে অপরাজিত। হেলস অপরাজিত ৮৬ রানে। সেমিফাইনালে ব্যর্থ ভারতীয় বোলাররা।