কলকাতা টুডে ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয়ভাবে হেরেই মাঠ ছাড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্ম। যেন নিজেদের পরীক্ষার সামনে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। Suryakumar Yadav ছাড়া কেউই পাশ করতে পারলেন না। এর আগে টি-টোয়েন্টি ফরম্য়াটে সবচেয়ে কম ১৩৮ রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড ছিল ভারতের। T20 World Cup 2022-এ দিন দক্ষিণ আফ্রিকাকে হারাতে ১৩৩ রান নিয়ে ম্যাজিক দেখাতে হত। শুরুর স্পেলে তেমনই আশা জাগিয়েছিলেন অর্শদীপ সিং। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি’কক এবং রাইলি রোসোর জোড়া উইকেট নেন। দলগত চেষ্টায় ম্যাচ শেষ ওভার অবধি নিলেও জিতে মাঠ ছাড়তে পারল না ভারত। দক্ষিণ আফ্রিকা জিতল ৫ উইকেটে।
পাকিস্তান রবিবার ভারতের জয়ের জন্য গলা ফাটাতে প্রস্তুত ছিল। তবে ফলাফলে হতাশ তারা। দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারায় পাকিস্তানের কাছে সেমিফাইনালে পৌঁছনো কার্যত কঠিন হয়ে দাঁড়াল। পাকিস্তানের ভাগ্য আপাতত জোড়া ম্যাচের ওপর সরু সুতোর মত ঝুলছে। নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম বাংলাদেশ ম্যাচে পাকিস্তান চাইবে যথাক্রমে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের জয়। আবার জিম্বাবোয়ে যদি ভারতকে হারায় সেক্ষেত্রে পাকিস্তানের সুবিধা হবে। নতুন সমীকরণ অনুযায়ী, পাকিস্তান চাইবে নেদারল্যান্ডস যেন জিম্বাবোয়েকে হারায়।