Home সংবাদসিটি টকস অবশেষে খুলে গেল বহু প্রতীক্ষিত টালা ব্রিজ

অবশেষে খুলে গেল বহু প্রতীক্ষিত টালা ব্রিজ

প্রায় আড়াই বছরের প্রতীক্ষার অবসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গেল বহু প্রতীক্ষিত টালা ব্রিজ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রায় আড়াই বছরের প্রতীক্ষার অবসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গেল বহু প্রতীক্ষিত টালা ব্রিজ। নবনির্মিত টালা ব্রিজের উদ্বোধন করে মমতা বলেন, উত্তর কলকাতায় এটি একটি বড় প্রাপ্তি। মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পর দেখেছিলাম কীরকম সমস্যা হয়। কতটা ঘুরে ঘুরে যেতে হতো। চার থেকে পাঁচ বছর মানুষ কষ্ট করেছে। টালা ব্রিজ যখন ভাঙে হয় তখন ৪ মাস সময় নিয়েছিল রেল। তার পরেও তাড়াতাড়ি কাজটা হয়ে গিয়েছে। ব্রিজ নির্মাণকারী সংস্থা, শ্রমিকরা যারা দিনরাত এক করে কাজ করেছে তাদের ধন্যবাদ। ফুটপাত সিঁড়ি ও সার্ভিস রোড নিয়ে সমস্যা রয়েছে। পূর্ত দফতরকে বলছি যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলা যায়। তার সেই কথা মেনে দ্রুত কাজ শেষ করে ফেলেছে।

নতুন ব্রিজের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের ব্রিজের থেকে নতুন ব্রিজ আরও চওড়া। আগেরটা ছিল ২ লেনের। এটা ৪ লেনের। ভারবহনের ক্ষমতাও অনেক বেশি। নতুন ব্রিজের দৈর্ঘ ৭৫০ মিটার। চিত্পুরের দিকের র্যাম্পের দৈর্ঘ ৩০০ মিটার। ব্রিজ তৈরি করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা। এর জন্য রেলকেও টাকা দিতে হয়েছে। পুরনো ব্রিজ ভাঙার জন্য রেল নিয়েছে প্রায় ৯০ কোটি টাকা। মাঝেরহাট ব্রিজ ভাঙতে খরচ হয়েছিল ৩৪ কোটি টাকা। পুজোর আগে এর ফলে যান চালাচলে সুবিধে হবে। এখনই ভারী গাড়ি চলাচল করবে না। কয়েকদিন সময় নেওয়া হবে।’

Topics

Tala Bridge  Mamata Banerjee  CM  BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment