কলকাতা টুডে ব্যুরো:ঝালদার কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় রাজ্যের আবেদন খারিজ। সিবিআই তদন্তের নির্দেশ বহাল হাইকোর্টে।
তপন কান্দু খুনে বিচারপতি রাজ শেখর মান্থা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে ছিল রাজ্য। সেই আবেদনের রায় ঘোষণা করল হাইকোর্ট।
আরও পড়ুনঃ শোভনকে জামাই আদর বৈশাখীর
গত ৪ এপ্রিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার তদন্তের ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিসের হাতে থাকা সব নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে জানানো হয়। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিচারপতি।