Home সংবাদসিটি টকস দলের অন্তর্দ্বন্দ্বের মধ্যেই তাপসের বাড়িতে কুনাল

দলের অন্তর্দ্বন্দ্বের মধ্যেই তাপসের বাড়িতে কুনাল

তমোঘ্ন ঘোষের বাড়িতে দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কল্যাণ চৌবে। আবার সেই পুজোয় হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এনিয়ে সাংসদকে নিশানা করেছিলেন বিধায়ক তাপস রায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: তমোঘ্ন ঘোষের বাড়িতে দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কল্যাণ চৌবে। আবার সেই পুজোয় হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এনিয়ে সাংসদকে নিশানা করেছিলেন বিধায়ক তাপস রায়। এরপরই বুধবার বর্ষীয়ান বিধায়কের বাড়িতে হাজির হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক Kunal Ghosh। রাজনৈতিক মহলের প্রশ্ন, ড্যামেজ কন্ট্রোলে নামলেন তিনি? যদিও তৃণমূলের মুখপাত্রের সাফ জবাব, রাজনীতি নয়, বিজয়া করার জন্যই তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন।

বিজেপি-র পদাধিকারী বাছাই নিয়ে তৃণমূলে (TMC) দ্বন্দ্বের খবর শোনা যাচ্ছিল। সেই আবহে দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) এ বার আক্ষরিক অর্থেই ড্যামেজ কন্ট্রোলে দেখা গেল। তৃণমূল-ত্যাগী তমোঘ্ন ঘোষকে নিয়ে সরাসরি দলের সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে (Sudip Banerjee) নিশানা করেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)।বুধবার সেই তাপসের বাড়িতেই হাজির হলেন কুণাল। রুদ্ধদ্বার বৈঠক করলেন দু’জনে, যা নিয়ে কৌতূহল বাড়ছে।

Related Articles

Leave a Comment