কলকাতা টুডে ব্যুরো: পুজোয় কলকাতা-সহ গোটা রাজ্য আলো ঝলমলে হয়ে উঠেছিল। অন্যদিকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে চাকরীর দাবিতে ধরনা মঞ্চেই পুজো কাটিয়েছে চাকরিপ্রার্থীরা । চাকরির দাবিতে ধর্ণা শত প্রচেষ্টাতেও থামাতে পারেনি সরকার। রবিবার লক্ষ্মীপুজোর দিনেও সেই আন্দোলনে ছেদ নেই।
ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আন্দোলন এদিন পা দিল ৫৭৪ দিনে। গান্ধীমূর্তির পাদদেশে বসে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন-অবস্থান করলেও এখনও সুরাহা হয়নি। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু হাতেকলমে কাজ এখনও হয়নি। তাই দুর্গাপুজোর সময় যেমন আন্দোলনকারীরা দুর্গার ছবি ও ছোট মূর্তি হাতে নিয়ে আন্দোলনে বসেছিলেন, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের আনন্দ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন, আজ লক্ষ্মীপুজোতেও তার অন্যথা হল না।
রবিবার লক্ষ্মী প্রতিমা হাতে নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে সেই চাকরিপ্রার্থীরা আন্দোলনে বসে রয়েছেন। আবার প্রতীকী পুজোও করলেন। তাঁদের অভিযোগ, যেখানে ন্যায্য চাকরি হাতে পেলে সবার পরিবারের সুখ সমৃদ্ধি মা লক্ষ্মীর কৃপায় বৃদ্ধি পেত, সেখানে তাঁরা ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হয়ে রাস্তায় বসে রয়েছেন। একইসঙ্গে তাঁদের দাবি, কিছু কিছু নেতা ও মানুষ নিজেদের সম্পত্তি বাড়িয়ে চলেছে, আর আমরা না খেতে পেয়ে মরছি।