কলকাতা টুডে ব্যুরো:হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। বর্ধমানের মেমারিতে নিজের বাড়িতে মিলল ঝুলন্ত দেহ।
অবসরের পর ৩ বছরেও পেনশন না পেয়ে অবসাদে ভুগছিলেন, অভিযোগ পরিবারের। ২০১৯-এ শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন শিক্ষক সুনীলকুমার দাস। পেনশনের জন্য অনেক বার বিকাশ ভবনে গিয়েছিলেন, দাবি মৃত শিক্ষকের স্ত্রী-র।
আত্মীয়দের দাবি সংসার কিভাবে চলবে সেই নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক।
Topics
Teacher School Education Administration Kolkata