কলকাতা টুডে ব্যুরো: সোমবার শিক্ষক দিবস,সেই উপলক্ষে সকল বিশিষ্ট উপাচার্য অধ্যাপকদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্ট জনেরা।
সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সমস্ত শিক্ষক, অধ্যাপকদের সম্মান জানন তিনি। মমতা বলেছেন, “শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা আমাদের সমাজ তৈরি করছেন।” তিনি আরও বলেছেন, “শিক্ষকরা যে ভাবে ছাত্রদের তৈরি করছেন, সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে।” পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়।
তিনি আরও বলেন,” আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর। হাতের পাঁচটা আঙুল সমান নয়। সে রকম সমাজে ভাল ও খারাপ মানুষ আছে। সমাজে কেউ খারাপ করলে সবাইকে খারাপ বলা যায় না। কাঁঠাল কাঁঠাল গাছে জন্মায়। কাঁঠাল গাছে আম হয় না।কখনও ভাল মানুষও বিপথে চলে যায়। সঙ্গদোষে মানুষ অনেক খারাপ কাজ করে।তিনি জানান, “১ কোটি ২১ লক্ষ ছেলে-মেয়ে স্কলারশিপ পেয়েছেন।স্কিল এডুকেশনে আমরা এক নম্বর। ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে।”
বক্তব্য রাখতে দিয়ে এদিন আক্রমণের সুর ও সোনা যায় তার গলায়। তিনি বলেন, “বড় বড় ডাকাতরা ডাকাতি করলে ধরা যায় না। পকেটমার পকেটমারি করলে, লোকে তাঁকে ধরে।”
Topics
Teachers Day CM Mamata Banerjee Schools Education Administration Kolkata