Home সংবাদসিটি টকস ‘ক্যামাক স্ট্রিট বসার জায়গা নয়৷ আপনারা সরে যান,’TET আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন Kunal Ghosh

‘ক্যামাক স্ট্রিট বসার জায়গা নয়৷ আপনারা সরে যান,’TET আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন Kunal Ghosh

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:নিয়োগ চান, চাকরি চান অভিষেক, আর তাই এসএসসি’র আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আন্তরিকভাবে নিয়োগের এই জট খোলার চেষ্টা করছেন তিনি, এমনটাই দাবি কুণাল ঘোষের। টেট প্রার্থীরাও সমাধানের আশায় ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে অবস্থানে বসেছেন। তাঁদের উদ্দেশ্যে কুণাল বলেন, “ক্যামাক স্ট্রিট বসার জায়গা নয়৷ আপনারা সরে যান। আপনারা ডেপুটেশন অভিষেককে পাঠিয়ে দিন।” কুণাল এদিন বলেন, “মোদি তো বছরে ২ কোটি চাকরি দেবেন বলেছিলেন। আট বছরে কি ১৬ কোটি চাকরি হয়েছে? তাহলে কি বিজেপি নেতাদের বাড়ির সামনে গিয়ে বসবেন? যারা বসে আছেন তাঁদের বলছি, একটু সময় দিন। অভিষেক বন্দোপাধ্যায় ঠিক ব্যবস্থা করবেন।”

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গকে এড়িয়ে কুণাল “যে বা যারা ভুল করেছেন” তাঁদের নজিরবিহীন শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, সমস্যা সমাধানে অভিষেক তৎপর হলেও বিরোধী বাম-বিজেপি-কংগ্রেস এই পদক্ষেপ নিয়ে রাজনীতি করছে৷ “আসলে এরাই জট তৈরি করতে চাইছে। জট, যন্ত্রণা দিয়ে রাজনীতি করতে চাইছেন। অভিষেক বৈঠকে সরকারি প্রতিনিধিকে ডাকেননি৷ দিল্লিতে নাড্ডা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীকে পাশে বসিয়ে একাধিক বৈঠক করছেন৷ বাম আমলেও আলিমুদ্দিনে বৈঠক হয়েছে,” বলেন কুণাল।

শনিবার একটু বেলা হতেই ডিসি সাউথ ধরনাস্থলে আসেন। চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হয় তারা যেন উঠে যান। বলে দেওয়া হয় ওই জায়গায় বসে থাকা যাবে না। এলাকায় অনেক অফিস রয়েছে। তাদের সমস্যা হচ্ছে। কিন্তু চাকরিপ্রার্থীরা জানিয়ে দেন তারা ওই জায়গা থেকে একটুও নড়বেন না। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেই যাবেন।

Topics

TET Abhishek Banerjee Teachers Education Administration Kolkata

Related Articles

Leave a Comment