Home সংবাদসিটি টকস খালি পেটে চলছে স্লোগান, টেট উত্তীর্ণদের অবস্থানে উপস্থিত সুকান্ত

খালি পেটে চলছে স্লোগান, টেট উত্তীর্ণদের অবস্থানে উপস্থিত সুকান্ত

২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ! গত চারদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের সামনে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আমরণ অনশন চলছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ! গত চারদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের সামনে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আমরণ অনশন চলছে। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।

বৃহস্পতিবার ২০১৪ সালের টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের পাশে এসে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেলা ১১টার কিছুটা পর তিনি করুণাময়ী এপিসি ভবনের সামনে আন্দোলনকারীদের কাছে আসেন। চতুর্থ দিনে পড়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। খালি পেটেই চলছে স্লোগান। জল নামেনি গলা দিয়ে। অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতেই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তাঁর কাছে নিজেদের দাবিদাওয়া জানান চাকরিপ্রার্থীরা।

অন্যদিকে, ২০১৪ সালের TET উত্তীর্ণ পরীক্ষার্থীদের আমরণ অনশন এবং ধর্ণার মাঝেই এবার বিক্ষোভে সামিল হলেন ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও। চাকরির দাবিতে বৃহস্পতিবার করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর জন্য যাচ্ছিলেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের আটকে দিলে প্রাথমিকভাবে সেখান থেকে চলে যান তাঁরা। পরে পর্ষদ ভবনের কাছে রাস্তার উপরেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তাঁরা।

Related Articles

Leave a Comment