Home সংবাদসিটি টকস রাত গড়িয়ে সকাল, নাছোড়বান্দা টেট উত্তীর্ণ বিক্ষোভকারীরা

রাত গড়িয়ে সকাল, নাছোড়বান্দা টেট উত্তীর্ণ বিক্ষোভকারীরা

সোমবার বেলা গড়িয়ে রাত এবং রাত গড়িয়ে মঙ্গলবার সকাল। এখনও পর্যন্ত ২০১৪ সালের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার বেলা গড়িয়ে রাত এবং রাত গড়িয়ে মঙ্গলবার সকাল। এখনও পর্যন্ত ২০১৪ সালের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে। তাদের দাবি, তাঁরা দুবার ইন্টারভিউ দিয়েছেন।

কিন্তু নিয়োগপত্র তাদের হাতে আসেনি। আগামী বুধবার থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে । এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে হবে । আর তারপর প্রতিশ্রুতি অনুযায়ী তাদের হাতে তুলে দিতে হবে নিয়োগপত্র । এমন দাবি তুলেই বিক্ষোভ দেখানোসিদ্ধান্ত চাকরি প্রার্থীদের।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০১৪ এবং ২০১৭ সালের চাকরিপ্রার্থীরা। কিন্তু ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি , তাঁরা ইন্টারভিউ দিয়েছেন দুবার। কিন্তু নিয়োগ দেওয়া হয়নি তাদেরকে। যোগ্য চাকরিপ্রার্থীদেরকে সরিয়ে টাকার বিনিময়ে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে । তাই তাঁরা পুনরায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনভাবেই অংশ নিতে চাইছেন না। পূর্বেই তারা ইন্টারভিউ দিয়েছেন তাহলে আবার কেন নতুন করে ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন ? প্রশ্ন তাদের।

Related Articles

Leave a Comment