Home সংবাদসিটি টকস ফের জেলে হেফাজতে মানিক, খারিজ জামিনের আর্জি

ফের জেলে হেফাজতে মানিক, খারিজ জামিনের আর্জি

নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বঞ্চিত প্রার্থীরা যখন পথে বসে প্রতিবাদ জানাচ্ছেন, তারই মধ্যে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বঞ্চিত প্রার্থীরা যখন পথে বসে প্রতিবাদ জানাচ্ছেন, তারই মধ্যে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে।

১৪ দিনের ED হেফাজত শেষ মঙ্গলবার ফের আদালতে পেশ করা হয় মানিক ভট্টাচার্যকে। আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানিয়েছিল ED। সেই আর্জি মঞ্জুর না হলেও আদালত আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

‘মৃত ব্যক্তির সঙ্গে কেন মানিক ভট্টাচার্যের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট!’ নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে বিস্ফোরক দাবি ইডির। এদিন ইডির আইনজীবী আদালতে দাবি করেছেন জেরায় সহযোগিতা করছেন না মানিক। একইসঙ্গে মানিকের স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে এক মৃত ব্যক্তির নাম রয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ১০ কোটি টাকার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে মানিক ভট্টাচার্যের আইনজীবী এদিন আদালতে প্রশ্ন তোলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিক ভট্টাচার্যকে জোকা ইএসআই-তে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর আইনজীবীর দাবি, আদালত কাছের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বললেও মানিক ভট্টাচার্যের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকায় নিয়ে যাওয়া হচ্ছে। যা নির্যাতনের সামিল বলে দাবি করেন আইনজীবী। মানিকের আইনজীবীর দাবি, এভাবে আদালতের নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে। বয়স ও শারীরিক অবস্থার কথা বিচার করে মানিকের আইনজীবী আদালতে জামিন দেওয়ার আর্জি জানান। অবন্যদিকে ইডির আইনজীবী এদিন দাবি করেন, এসএসকেএম হাসপাতালের রিপোর্ট নিয়ে আদালতে আগে প্রশ্ন উঠেছে। তাই সেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে না।

Related Articles

Leave a Comment