কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে 2017 এবং 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয়েছে বৈধতা এবং অবৈধতা নিয়ে সেখানে তিনি জানান পর্ষদ এর কাছে সব প্রার্থীই সমান। 2014, 2012 ও 2017 সবারই সমান সুযোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। যথাযথভাবে পরীক্ষার নিয়ম বিধি মেনে এবং আইন মেনে যে পরীক্ষার নোটিফিকেশন জানানো হয়েছে সেই ভাবে পর্ষদের নিয়োগ প্রক্রিয়া হবে।
তিনি আরও বলেন, শুক্রবার থেকে এই নিয়োগ-প্রক্রিয়ার রেজিস্ট্রেশন শুরু হবে। এনসিটিই এর নিয়ম অনুযায়ী টেট পাশ প্রার্থী যাঁরা প্রশিক্ষণ নিয়ে টেট দিয়েছেন বা টেটের পর প্রশিক্ষণ নিয়েছেন উভয়ই সমান যোগ্য। পর্ষদ কোনো ভাগাভাগি করবে না। সাক্ষাৎকার প্রত্যেককেই দিতে হবে। সমস্ত সিলেকশন প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং হবে।