Home সংবাদসিটি টকস টেট পরীক্ষায় নজরদারি ব্রাত্য বসুর

টেট পরীক্ষায় নজরদারি ব্রাত্য বসুর

খবর টেট পরীক্ষার দিন ব্রাত্য বসু বিকাশ ভবন অফিস থেকে বলেন, “গত ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক স্তরে কোঅর্ডিনেশন কমিটি আছে। পরীক্ষা নির্বিঘ্নে হচ্ছে। তবে বিরোধীদের একাংশ অনেকভাবে বানচাল করার চেষ্টা করছে।”

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:সূত্রের খবর টেট পরীক্ষার দিন ব্রাত্য বসু বিকাশ ভবন অফিস থেকে বলেন, “গত ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক স্তরে কোঅর্ডিনেশন কমিটি আছে। পরীক্ষা নির্বিঘ্নে হচ্ছে। তবে বিরোধীদের একাংশ অনেকভাবে বানচাল করার চেষ্টা করছে।”

কেমন চলছে পরীক্ষা, তা খতিয়ে দেখতে রবিবার ময়দানে প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে পৌঁছন পর্ষদ সভাপতি। কেমন চলছে পরীক্ষা, তা খোঁজ নেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল কোথায় রাখা হয়েছে, তাঁরা ব্যাগ কোথায় রাখছেন, সমস্ত বিষয় জানতে চান। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল থেকে চলে যান বিধাননগর কলেজে।

ব্যাগ রাখা নিয়ে বিড়ম্বনা প্রসঙ্গে ব্রাত্য বসুর বক্তব্য, “দু’ একটি জায়গায় ব্যাগ রাখা নিয়ে সমস্যা হয়েছে। ব্যাগে করে হয়ত শীতবস্ত্র এনেছেন। আমরাও যখন পরীক্ষা দিয়েছি ব্যাগ নিয়ে ঢুকতে পারব কি না… এমন সমস্যা হয়েছে। এগুলি খুব সামান্য তুচ্ছ বিষয়। আমার মনে হয় এগুলি মিটে যাবে।”

দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং তদারকি করছেন। শুধু তো শিক্ষা দফতর নয়, আরও অনেক বিভাগ রয়েছে। পুলিশ, আপদকালীন বিভাগ-সহ সকলের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। সব আধিকারিকরা আজ বিকাশ ভবনে উপস্থিত রয়েছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষা চলছে। পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।”

Related Articles

Leave a Comment