কলকাতা টুডে ব্যুরো:বিজেপি এখন তলানিতে এসে গেছে। বিজেপি ভাবে অমিত শাহ কে নিয়ে তারা উদ্ধার হয়ে যাবে। তখন ভাবে কখনো ভাবে নরেন্দ্র মোদিকে নিয়ে উদ্ধার হয়ে যাবে।
কখনো ভাবে আদিত্যনাথকে নিয়ে বিজেপি উদ্ধার হয়ে যাবে। কখনো তারা ভাবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে উদ্ধার হয়ে যাবে। বিজেপির সঙ্গে মানুষের সমর্থন নেই ।মিঠুন চক্রবর্তীকে আনুক আর যাকেই নিয়ে আসুক কোন পার্থক্য হবে না।এই ভাবেই ব্যাঙ্গাত্বক ভাষায় বিজেপি কে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম । অনিল থাপ্পা বলেছেন রাজ্যের সঙ্গে আলোচনা করে কাজ হবে।এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বললেন,” ভালো তো, আমরা চাই সর্বস্তরে আলোচনা কাজ করে কাজ করতে।
আমরা উভয়-উভয়ের পাশে থেকে মানুষের উপকার করতে চাই মানুষের কাজ করতে চাই। তাই পাহাড়ের উন্নয়ন চাই বলে মুখ্যমন্ত্রী পাহাড়ের ছুটে যায়। এতে আরো ভালো মানুষের কাজ হবে। মমতা ব্যানার্জির কাজে সাড়া দেবে সেটাই তো ভালো ।” তিনি আরও বলেন,”ভাঙ্গারে জমি আন্দোলন ভাঙ্গরে জমি আন্দোলন কারীদের সাথে আছি।
আমি নিজে কথা বলেছি। একটা সরকারি প্রকল্প ,হতে একটু সময় লাগে। পাওয়া ডিপার্টমেন্ট এটা নিয়ে ইতিমধ্যে DPT তৈরি করে ফেলেছে ।এখন পরিকল্পনা করে অরাজকতা করার চেষ্টা করা হচ্ছে।” দেগঙ্গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন,” কি হচ্ছে, জানিনা।”
আগামীকাল বিজেপির শ্যামাপ্রসাদ যাত্রা নিয়ে ফিরহাদ বলেন,” বিজেপির এই যাত্রা অর্থহীন বাংলাকে অপমান করে। বাংলাকে অপমান করে শ্যামাপ্রসাদের যাত্রা করা যায় না। আদর্শগতভাবে যতই মতপার্থক্য থাকুক শ্যামাপ্রসাদ বাংলার সন্তান। তাই বাংলাকে অপমান করে বাংলার আবাস যোজনা কে সরিয়ে দাও বাংলা সড়ক যোজনার নাম সরিয়ে দাও। বাংলার নামটাকে তুলে দিয়ে আর শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালে হবে।”