Home রাজনৈতিক ‘বিজেপি-র লক্ষ্য গোটা ভারত দখলে নেওয়ার

‘বিজেপি-র লক্ষ্য গোটা ভারত দখলে নেওয়ার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিজেপি-র লক্ষ্য গোটা ভারত দখলে নেওয়ার। প্রথমে ওরা বলছিল, কংগ্রেস মুক্ত ভারতের কথা। এখন টার্গেট বিরোধী-মুক্ত ভারত। মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট প্রসঙ্গে একথাই বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

 

আজই সম্ভবত মহারাষ্ট্রে বিধানসভা ভাঙার পথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন উদ্ধব। ট্যুইটারে এমনই ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

 

মহারাষ্ট্র রাজনৈতিক সঙ্কট ক্রমেই ব্যাপক আকার নিচ্ছে। মুম্বইয়ে জরুরি বৈঠক শুরু কংগ্রেসের। বৈঠকের নেতৃত্বে কংগ্রেস মন্ত্রী ও নেতা বালসাহেব থোরাট।

Related Articles

Leave a Comment