কলকাতা টুডে ব্যুরো:অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই। গরু পাচার মামলায় গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরেই গ্রেফতার করা হয় সায়গলকে।
বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে সায়গল হোসেনকে জেরা করছিল সিবিআই। সূত্রের খবর, জেরায় বহু প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি তিনি। জেরায় সাহায্য করছিলেন না। এছাড়া আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি থাকায়, তাকে গ্রেফতার করল সিবিআই। এর আগে গরু পাচার মামলায় এই সায়গল হোসেনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই।
আরও পড়ুনঃ নূপুর শর্মার গ্রেফতারি দাবি করে টুইট মমতার
অভিযোগ, অনুব্রত মণ্ডলের এই দেহরক্ষী দ্বারাই প্রভাবশালিদের হাতে বিপুল টাকা পৌঁছে গিয়েছিল। অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের অনুচর সায়গল হোসেন। বহুদিন ধরে সিবিআইয়ের নজরে রয়েছে ছিল সে।