Home সংবাদসিটি টকস রাজ্য পুলিশের ৩ পদস্থ আধিকারিককে শোকজ করল আদালত

রাজ্য পুলিশের ৩ পদস্থ আধিকারিককে শোকজ করল আদালত

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্যপুলিশের ডিজি , ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার , অতিরিক্ত পুলিশ সুপারকে

 

শোকজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শোকজের জবাব দিতে হবে পুলিশের তিন পদস্থ আধিকারিককে। হাজিরাও দিতে হবে আদালতে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন লালগড়ের নেতাইয়ে যেতে বাধা দেওয়া হয়েছিল, তা জানতে চেয়ে এবার পুলিশের শীর্ষ কর্তাদের শো-কজ করলেন বিচারপতি৷

 

চলতি বছরের ৭ জানুয়ারি নেতাইয়ের দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সময় আসতে বলে পুলিশ। এনিয়ে আদালতে মামলা হয়েছিল বলে অভিযোগ। রাজ্যে পুলিশের ডিজি, ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সরকারের নির্দেশে পুলিশ বিরোধী দলনেতার রাস্তা আটকেছিল বলে অভিযোগ।

 

আরও পড়ুনঃ হাতে আঁকা ছবি টুইট করে উদ্ধব ঠাকরের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরলেন সঞ্জয় রাউথ

 

৭ জানুয়ারি নেতাইয়ে শহিদ দিবস ছিল। প্রতিবারই সেখানে যান শুভেন্দু অধিকারী। এবারও গিয়েছিলেন কিন্তু বিজেপির প্রতিনিধি হিসেবে। সেই সময় তৃণমূলের অনুষ্ঠান চলছিল সেখানে। তাই নিরাপত্তা খাতিরে তাঁকে অন্যসময় আসতে বলা হয়। পুলিশ তাঁর রাস্তা আটকেছিল বলে অভিযোগ।

Related Articles

Leave a Comment