কলকাতা টুডে ব্যুরো:”পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায় । সেই কারণেই পাহাড় জিটিএ চায়”। মঙ্গলবার পাহাড়ে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে ম্যাল চৌরাস্তার অনুষ্ঠানে পাহাড়ের মানুষের জন্য একগুচ্ছ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন, আগামীদিনে শিল্প থেকে শিক্ষা, সবক্ষেত্রেই প্রচুর উন্নয়ন হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে পাহাড়।
তিনি বলেন, ‘‘সাত হাজার কোটি টাকা জিটিএকে দিয়েছি। এ ছাড়া আরও কিছু টাকা দেওয়া হয়েছে। আমি আগের কথা আর বলতে চাই না। আপনারা শপথ নিন, যে নেতা যতই ধান্দাবাজি করুন তাঁকে ভবিষ্যতে যেন পাহাড়ে গড়বড় করতে না দেওয়া হয়। কথায় কথায় পাহাড়কে অশান্ত হতে দেবেন না।’’
পাহাড়ের অর্থনীতি চাঙ্গা করার বার্তাও দিয়েছেন মমতা। বলেন, ‘‘অনীতের সঙ্গে গতকাল আমি অনেক কথা বলেছি। জিটিএর শপথের পর আমি অনীতকে কলকাতায় আসতে বলেছি।’’