কলকাতা টুডে ব্যুরো:বুধবার বলি তারকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট ফাইল করল এনসিবি। অভিযোগ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক কিনতেন তিনি। ২০২০ সালে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। তাঁর মৃত্যুর পরেই উঠে আসে বলিউডে মাদক সংক্রান্ত নানা তথ্য।
সুশান্ত সিং রাজপুতকে অতিরিক্ত মাদকাশক্তে মদত দেওয়ার জন্য এবং খরচ প্রদানের জন্য রিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনল এনসিবি। রিয়ার জন্যই সুশান্ত মাদক সেবনের প্রতি আশক্ত হয়ে পড়েছিল বলেই অভিযোগ।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৬ হাজার ৯০৬
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সেকশন ৮[সি]-এর অধীনে এনসিবি নতুন খসরা চার্জ জমা দিয়েছে। এনডিপাএস অ্যাক্ট ১৯৮৫-এর বেশ কয়েকটি ধারায় যেমন ২০[বি][ii]এ, ২৭এ,২৮, ২৯ ও ৩০ অভিযোগ আনা হয়েছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। মাদকের যোগান দেওয়া, বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে আসা, বিদেশ থেকে মাদক আনা সহ বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্যই রিয়ার বিরুদ্ধে ৮[সি] ধারায় অভিযোগ আনা হয়েছে।