Home রাজনৈতিক মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের জল গড়াল সুপ্রিম কোর্টে

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের জল গড়াল সুপ্রিম কোর্টে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা। বিদ্রোহী বিধায়কদের বিধায়কপদ খারিজের নোটিস জারি করেছিলেন ডেপুটি স্পিকার। বদলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।

 

শীর্ষ আদালতনোটিসে বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ তথা বিধায়কপদ খারিজের কারণ জানতে চাইল ।এই মামলায় মহারাষ্ট্র বিধানসভার সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকেও হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১১ জুলাই।

আরও পড়ুনঃ পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়

 

এর মধ্যেই ফের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট তীব্র করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করল শিবসেনা। দলের সাংসদ সঞ্জয় রাউতকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিবসেনা আগেই অভিযোগ করেছিল, বিদ্রোহী শিবসেনা বিধায়কদের ইডিকে দিয়ে ভয় দেখানো হয়েছে।

Related Articles

Leave a Comment