Home সংবাদসিটি টকস ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

by Soumadeep Bagchi

বহু প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাওয়া পয়েন্টে সেতুর স্মরণে একটি ফলক উন্মোচন করেন।বেলা ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ার সুধী সমাবেশে এসে পৌঁছান। শুরু হয় সভায়। তিনি ছিলেন এ সমাবেশের প্রধান অতিথি।

 

 

সমাবেশের সভাপতি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর বক্তব্যের পরই তুমুল হর্ষধ্বনীর মাধ্যমে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুরুতেই দেশের মানুষের প্রতি তাঁকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। এ সেতু নিয়ে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসিনা দাবি করেন, প্রচুর বাধা-বিপত্তি, প্রতিকূলতা পেরিয়ে পদ্মা সেতুর স্বপ্নপূরণ হয়েছে। দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাঙ্ক ঋণচুক্তি বাতিল করে দিয়েছিল। সেই দুর্নীতির অভিযোগ অবশ্য ধোপে টেকেনি। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করেছে বাংলাদেশ। অথচ একটা সময় অনেকেই পদ্মা সেতু নিয়ে সন্দিহান ছিলেন। নিজের টাকায় কীভাবে বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণ করবে, তা নিয়ে সমালোচনা করেছিলেন। ষড়যন্ত্রও হয়েছিল।

 

আরও পড়ুনঃ হাসপাতালের কার্নিশ থেকে নিচে পড়লেন রোগী, চাঞ্চল্য ছড়ালো মল্লিক বাজার এলাকায়

 

তারপরেই হাসিনা জানান, যাঁরা পদ্মা সেতুর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন এবং ষড়যন্ত্র করেছিলেন, তাঁদের নিয়ে কোনও অভিযোগ-অনুযোগ নেই। বাংলাদেশের কীর্তি দেশে তাঁরা এবার হয়ত আত্মবিশ্বাস পাবেন। তারপরই সুকান্তের কবিতা শুনিয়ে হাসিনা বলেন, ‘সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় : জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।’

Related Articles

Leave a Comment