Home সংবাদসিটি টকস প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, ফের বাজিমাত জেলার ছাত্র-ছাত্রীদের

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, ফের বাজিমাত জেলার ছাত্র-ছাত্রীদের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রথম হয়েছে, অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। ৯৯.৬ শতাংশ, ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে সে। দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত, পশ্চিম মেদিনীপুরের। ৪৯৭ পেয়েছে সে। তৃতীয় হয়েছে চার জন। ৪৯৬ পেয়েছে রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। কলকাতা, হুগলি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরের ছাত্র তারা।

 

 

চতুর্থ হয়েছে আট জন, ৪৯৫ পেয়ে। তারা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, হুগলির পড়ুয়া তারা।পঞ্চম হয়েছে ১১ জন, ৪৯৪ পেয়ে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহারের পড়ুয়া তারা।ষষ্ঠ হয়েছে ৩২ জন, ৪৯৩ পেয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলা থেকে এসেছে তারা।

 

আরও পড়ুনঃ রাজ্যপাল-মমতার সাক্ষাৎ,ধনখড়কে নিজের আঁকা ছবি উপহার দিলেন মমতা

 

সপ্তম ৩৭ জন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ইত্যাদি জেলার পড়ুয়া তারা।অষ্টম ৫৫ জন। কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, মালদহ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলার পড়ুয়া তারা। নবম ৫৪ জন, ৪৯০ পেয়েছে।এবছর

 

৪ লক্ষ ৯৭ হাজারের বেশি ফার্স্ট ডিভিশন পেলেন উচ্চ মাধ্যমিকে। ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল।

Related Articles

Leave a Comment