কলকাতা টুডে ব্যুরো:রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আবারও সংঘাতের পথে রাজ্য ও রাজ্যপাল। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল সম্পূর্ণ আইন-বিরুদ্ধ কাজ করেছেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ উপাচার্য নিয়োগ নিয়ে বলেছিলেন, রাজ্যপাল গণতান্ত্রিক নিয়ম ও আইন মানেন না। তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা না বলেই সিদ্ধান্ত নিয়েছেন।
WB Guv
Statement @AITCofficial -VC of Rabindra Bharati University appointment- reveals disconnect with Gov #MamataBanerjee. It is factually incorrect. Hence record set straight. Expect maturity & propriety from ruling party & Gov.Ever available for connect and interaction. pic.twitter.com/CABx4QV4Rt
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 2, 2022
এই বক্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিল রাজভবন। রাজভবনের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল তথা আচার্যের পদাধিকার বলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি যে উপাচার্য নিয়োগ করেছেন, তা নিয়ে তৃণমূল মুখপাত্ররা প্রকাশ্যে যে বিবৃতি দিচ্ছেন, তা দুর্ভাগ্যজনক। বলা হল, রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু ২৪ জুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপাল তথা আচার্যের কাছে এ বিষয়ে নোট পাঠিয়েছিলেন। আচার্য হিসেবে জগদীপ ধনকর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য পদে নিয়োগ করলেন। ১৯৮১ সালের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইনের (১)(বি) ধারা মেনেই তিনি তা করেছেন।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৯৯ জন
রাজ্যপাল বিবৃতিতে বলেন, রাজভবনের বিবেচনায় থাকা কোনও বিল আটকে নেই। কিন্তু বিধানসভার অন্দরে যে আচার্য বদল বিল নিয়ে আলোচনা হয়েছে, তা অসম্পূর্ণভাবে রাজভবনে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নথি হাতে পেলেই দ্রুততার সঙ্গে বিলটি ছেড়ে দেওয়া হবে।