কলকাতা টুডে ব্যুরো:গত ২ বছর শিলিগুড়ি মহকুমা পরিষদ ছিল বামেদের। তার পর তা পরিচালনা হচ্ছিল প্রশাসকের মাধ্যমে। এবার তা দখল নিল তৃণমূল কংগ্রেস।শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে দাপটের সঙ্গে বিজয়ী তৃণমূল কংগ্রেস।
মহকুমা পরিষদের ৯ আসনের মধ্যে ৮টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসন গিয়েছে বিজেপির দখলে।মহকুমা পরিষদের ২২ পঞ্চায়েতের মধ্যে ১৯টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩ আসনের ফলাফল ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। পঞ্চায়েতের ৪৬২ আসনের মধ্যে ৩১১টি দখল করেছে ঘাসফুল শিবির।
আরও পড়ুনঃ মমতার একটি ভিডিও টুইটারে আপলোড করে তোপ দাগলেন শুভেন্দু
পঞ্চায়েত সমিতির নকশালবাড়ির ১৮টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১৭টি৷ বিজেপি পেয়েছে ১টি আসন। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির ১২টি আসনের ৯টি তৃণমূলের, ৩টি বিজেপির। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে তৃণমূল ১২টি ও বিজেপি পেয়েছে ৩টি আসন৷ ফাঁসিদেওয়ার ২১টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি, বিজেপি ২টি ও নির্দল ২টি আসনে জয়ী হয়েছে।